বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারের ওপর হামলা চেষ্টা, গ্রেপ্তার-১

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রি কার্যালয়ে নিজ এজলাসে হামলা চেষ্টার শিকার হন সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মোহাম্মদ তা‌মিম। এসময় হামলাকারীরা এজলা‌সে থাকা দ‌লিল, দ‌লি‌লের অবকল নকল, ৫২ ধারার র‌শিদসহ দাপ্ত‌রিক কাগজ পত্র ছি‌ড়ে ফে‌লেন। এঘটনায় আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে তিনটা টা দিকে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে দলিল লেখক ইলিয়াস মিয়া (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২৭ মার্চ) বিকেলে ৩টায় অফিস চলাকালীন সময়ে সাব রেজিস্ট্রার আব্দুর রহমান মোহাম্মদ তা‌মিমের ওপর হামলা চেষ্টা ও দ‌লিল পত্র তছরু‌পের ঘটনাটি ঘটে। এ ঘটনায় সাব-রে‌জিস্ট্রার ওই দিন রাতেই বাদী হ‌য়ে বকশীগঞ্জ থানায় ৭ জন নামীয় ও ১০ থে‌কে ১৫ জন‌কে অজ্ঞাতনামা এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,বকশীগঞ্জ সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান মোহাম্মদ তামিম এজলাসে দলিল রেজিস্ট্রি সময় দেওয়াগঞ্জের সাপমারী কলেজ পাড়ার মোঃ ইদ্রিস আলীর স্ত্রী রেহেনা বেগম (৪৬) দাতা হিসাবে দলিল লেখক মোঃ শহীদুল্লাহ কর্তৃক একটি হেবা ঘোষণার দলিল এজলাসে উপস্থাপন করেন। দাতার শুনানিকালে দাতা স্বীকার করেন যে, সমুদয় টাকা বুঝিয়া পেয়েছে এখন বকশীগঞ্জ চরকাউরিয়া চন্দেরবন তিনানীপাড়া মোঃ আলমগীর হোসেনের স্ত্রী তার বোন রুবিনা আক্তার (৪৫)কে দান করবেন।এসময় সাব রেজিস্ট্রার বলেন টাকা বুঝিয়া পাইলে সেটা দান পত্র হয় না, সাব কবলা করতে হয়। দলিল হেবা করিলে সরকার রাজস্ব পায় মাত্র ২,০১০/- টাকা। অপরদিকে সাব কবলা করলে সরকার রাজস্ব পায় প্রায় চার লক্ষ টাকার উপরে।একই দলিল খন্দকার মোহাম্মদ আলী হাসান (৬০), আমার এজলাসে দাখিল করেন। আমি আবার দলিল দাতার শুনানী করলে আগের মতই টাকা বুঝিয়া পাইছেন মর্মে স্বীকার করেন। এসময় তিনি দলিল টা করার জন্য জোরাজুরি করেন। সাব রেজিস্ট্রার তাহাকে বুঝায় যে, সরকার আপনাকে লাইসেন্স প্রদান করেছেন সরকারী রাজস্ব আদায়ের সাহায্য করার জন্য আপনি কেন সরকারের রাজস্বের ক্ষতি করতে চাচ্ছেন। একথা বলার পর এজলাসের সামনে সেবা গ্রহীতাদের উপস্থিতে আামাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।পরবর্তীতে অসৎ আচারণের জন্য সর্তক করে অর্ডার বুকে লিখেন।এসময় ক্ষীপ্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।পরে সকল বিাবদী সহ অন্যান্য অজ্ঞাতনামা ১০/১৫ জন নিয়া আক্রমন করার জন্য এজলাসে প্রবেশ করেন।পরিস্থিতি বুঝিতে পারিয়া সাব রেজিস্ট্রার খাস কামরায় চলিয়া যায়। বিবাদীগণ সাব রেজিস্ট্রারকে না পাইয়া এজলাসে থাকা দলিল, দলিলের অবিকল নকল, ৫২ ধারা রশিদ সহ অন্যান্য দাপ্তরিক কাগজ পত্র ছিড়ে ফেলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে খাস কামরার দরজায় লাথি দিয়ে দরজা ভাঙ্গার চেষ্টা করেন। অবরুদ্ধ হয়ে বিবাদীদের ভয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে ফোনে পরিস্থিতি জানাইলে বকশীগঞ্জ থানা পুলিশ সাব রেজিস্টারকে উদ্ধার করেন।

সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান মোহাম্মদ তামিম বলেন, আমি বুনিয়াদি প্রশিক্ষণ থাকাকালীন সময়ে আমাকে সংবাদিকরা জানান যে, আমার অফিসে ০৩টি বালাম কাটা ছিঁড়া ও ঘসা মাজা হয়েছে। আমি প্রশিক্ষণ শেষে যোগদানের পরে মাননীয় জেলা রেজিস্ট্রার জামালপুর আমাকে উক্ত ঘটনার প্রতিবেদন দিতে বলেন। প্রতিবেদনে অভিযোগকারী কর্তৃক কিছু দলিল লেখকের টাকা লেনদেনের বিষয়ে অবহিত করে দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ সরকারের নাম চলে আসলে তিনি সহ অন্য বিবাদীরা ক্ষোভের বর্হি প্রকাশ হিসাবে এই ঘটনাকে আরো ধ্বংসাত্বক করে তুলেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ খাঁন জানান,মামলা রুজু করা হয়েছে এঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

  • Related Posts

    মাদারগঞ্জে ৩৭ বছর ধরে সেতুবিহীন খাল

    মোসলেমাবাদ (মাদারগঞ্জ), জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামের পাশ দিয়ে প্রবাহিত খালের ওপর গত ৩৭ বছরেও নির্মাণ হয়নি কোনো সেতু। ১৯৮৮ সালের বন্যায় ফকিরবাড়ী ব্রিজটি ধ্বংস হওয়ার পর থেকে এলাকাবাসীকে…

    Read more

    Continue reading
    আব্দুর রউফ তালুকদার বিএনপির কেউ নয়, দল তাকে আজীবন বহিষ্কার করেছে

    মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার দলের কেউ নয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করায় তাকে…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পাল্টে যাওয়া উপলব্ধির আলোয়-পল্লীবন্ধুকে একবার নতুনভাবে দেখা

    পাল্টে যাওয়া উপলব্ধির আলোয়-পল্লীবন্ধুকে একবার নতুনভাবে দেখা

    আহত ছাত্র ইমরানের পরিবারের পাশে যুবদল নেতা মোখলেছ

    আহত ছাত্র ইমরানের পরিবারের পাশে যুবদল নেতা মোখলেছ

    মাদারগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়ের চূড়ান্ত প্রতিযোগিতা

    মাদারগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়ের চূড়ান্ত প্রতিযোগিতা

    মাদারগঞ্জে ৩৭ বছর ধরে সেতুবিহীন খাল

    মাদারগঞ্জে ৩৭ বছর ধরে সেতুবিহীন খাল

    ছায়া ঢাকা প্রাঙ্গণে নতুন ভোর: চা শ্রমিকের মেয়ে ইতির ঢাবি জয়

    ছায়া ঢাকা প্রাঙ্গণে নতুন ভোর: চা শ্রমিকের মেয়ে ইতির ঢাবি জয়

    বকশীগঞ্জে পরিবেশ দিবসে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

    বকশীগঞ্জে পরিবেশ দিবসে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
    error: Content is protected !!