
মতিন রহমান: জামালপুরের বকশীগঞ্জ প্রকৌশলী শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার, দোয়া ও অসচ্ছল শ্রমিকদের মাঝে অনুদান প্রদান করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনটি এই মহতী আয়োজন করে।
শুক্রবার (২৮ মার্চ) মধ্য-বাজার পানহাটি প্রকৌশলী শ্রমিক কল্যাণ সমিতির কার্যালয়ে ইফতার দোয়া ও অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও শিল্প ও বণিক সমিতির সদস্য সচিব সাইফুল ইসলাম তালুকদার শাকিল
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সদস্য সচিব,তানজির আহাম্মেদ সুজন, যুগ্ন আহ্বায়ক তৌহিদ মেহেদী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রহমত আলী,সদস্য সচিব মিজানুর রহমান মিজান, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুমন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী শ্রমিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারন সম্পাদক রমজান আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণে এবং পেশার উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় শ্রমিকদের কল্যাণে অস্বচ্ছল শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং শ্রমিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। দোয়া মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।