জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সচিব নুরুল আমিন কর্তৃক পৌর সভার চাকুরী দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগি আব্দুর রাজ্জাক।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ববশীগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভোক্তভোগি আব্দুর রাজ্জাক তার লিখিত বক্তব্যে বলেন, আমি বকশীগঞ্জ পৌর সভায় মাস্টার রোলে কর্মরত থাকাকালীন বকশীগঞ্জ পৌরসভার সচিব নুরুল আমিন আমাকে পৌর সভার স্থায়ী চাকুরির প্রলোভন দেখায় ও এক পর্যায়ে আমাকে সেনেটারি ইন্সেপেক্টর পদে চাকুরি নিয়ে দিবেন বলে আশ্বাস দেন। চাকুরি দেওয়ার প্রলোভনে আমার কাছ থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহন করেন। কিন্তু চাকুরির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ন হলেও আমাকে চাকুরি দেওয়া হয়নি। আমার চাকুরি না হওয়ায় সচিব মহোদয়ের কাছে আমার দেওয়া টাকা ফেরত চাইলে তিনি নানা অযুহাত দেখান। তিনি টাকা ফেরত না দিয়ে গত ৪ সেপ্টেম্বর উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে থানায় জিডি করেন। আমি আমার টাকা ফেরত পেতে ১১ সেপটেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করি। এখন আমি আমার প্রদানকৃত টাকা ফেরত পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই । সেই সাথে পৌরসভার সচিবের দৃষ্টান্তর মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!