মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো আধুনিক মানের আলট্রাসনোগ্রাফী ও ইসিজি রুমের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আলট্রাসনোগ্রাফী ও ইসিজি রুমের কার্যক্রম ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা। এসময় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আসমা লাবনী, মেডিকেল অফিসার ডাঃ মাইনুল ইসলাম, ডাঃ নুজহাত আফরিন, এলজিইডির উপসহকারী প্রকৌশলী সুজন চক্রবর্তী, হাসপাতালের পরিসংখ্যানবিদ আব্বাস আলীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এই মেশিনটি ক্রয় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!