মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকিয়া পারভিন।
শনিবার (১ জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিদর্শনে আসেন তিনি। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আজিজুল হক তাকে ফুলেল শুভেচ্ছা জানান।পরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, হেলথ হাইজিন প্রমোশন কর্নার, পুষ্টি বিষয়ক কাউন্সিলিং কর্নার, ফার্মেসিসহ স্বাস্থ্য কমপ্লেক্সর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সেবা প্রদানকারীদের সেবার বিষয়ে মৌলিক পরামর্শ দেন। পরিদর্শন শেষে তিনি সেবা গ্রহীতাদের সাথে চিকিৎসা সেবার মান নিয়ে আলাপ করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. নুসায়ের চৌধুরী, জামালপুর জেলার ডেপুটি সিভিল সার্জন রেজুয়ানা রশিদ,বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আজিজুল হক,মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী মোহাম্মদ রফিকুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহ্সান হাবিব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসমা লাবনী,মেডিকেল অফিসার আবিদা জাহান,জুনিয়র কনসালটেন্ট (ডেন্টিস্ট) ডাঃ নুজহাত আফরিন,বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহাসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকিয়া পারভিন স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিষ্কার পরিচ্ছন্নতা ও সেবার মান উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।