মতিন রহমান-‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের কনিষ্ঠ ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শিশুদের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান,শিশু রোগীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ,আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোশারফ হোসেন,মেডিকেল অফিসার ডাঃ এম কে এইচ মুনিম,মেডিকেল অফিসার ডাঃ রিয়া সাহা,মেডিকেল অফিসার ডাঃ হুমাইরা ইয়াসমিন,মেডিকেল অফিসার ডাঃমাঈনুল ইসলাম,মেডিকেল অফিসার ডাঃ শারমিন ইসলাম প্রমুখ। এসময় পরিসংখ্যানবিদ আব্বাস আলী, উপজেলা স্যানিটারী পরিদর্শক মোস্তফা কামাল টিটন সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।