মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বকশীগঞ্জ হাজী ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের উদ্বোধনকালে হাজী ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোকাম্মেল হক, হজ্ব প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও এসবিসিএল ট্যুর অ্যান্ড ট্রাভেলের পরিচালক মো. শাহজাহান, মুফতি মুহিব হাসান, হাসানুজ্জামান পলাশ প্রমূখ।
উপজেলার প্রায় ১২০ জন পুরুষ ও মহিলা হজযাত্রী দিনব্যাপী এই প্রশিক্ষণ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে বলে জানিয়েছেন হাজী ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
এ সময় বক্তারা বলেন, আজকের এই প্রশিক্ষণ ও দোয়া মাহফিলে হজের নিয়মকানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি আলোকপাত করা হয়। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমেই হজযাত্রীরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ পালনে সক্ষম হবেন ইনশাআল্লাহ্।