মতিন রহমান।। জামালপু‌রের বকশীগঞ্জে খাতেমুন মঈন মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ক‌রেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান।

সোমবার (৬ মে) দুপু‌রে খাতেমুন মঈন মহিলা কলেজের হল রু‌মে আইনশৃঙ্খলা বিষয়ে শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বিট পুলিশিং এর মাধ্যমে কলেজের ছাত্রীদের মধ্যে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং,বাল্যবিয়ে এবং আত্মহত্যা, নারী অধিকার নিয়ে সচেতন করতে বকশীগঞ্জ থানা পুলিশের টিম বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে খাতেমুন মঈন মহিলা কলেজের ছাত্রীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আহাদ খান।প্রয়োজনে থানার সরকারি নম্বর এর পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ সেবা নিতে উৎসাহিত করা হয়।এ সময় কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন,’শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে এবং তাদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়।পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে এভাবে সভা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!