মতিন রহমান। ‘শ্রমিক–মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে জামালপুরের বকশীগঞ্জে সকল শ্রমিক সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
বুধবার (১ মে) সকাল সকালে পৌরসভার পুরাতন বাসষ্ট্যান্ড বটতলা মোড়ে জাতীয় শ্রমিক লীগ কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষ্যে জাতীয় সংগীত, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর বর্ণাঢ্য র্র্যালী পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে কুলি শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিক, ট্রাক ট্যাংকলরী শ্রমিক,বাস মালিক সমিতি,সিএনজি শ্রমিক ইউনিয়ন, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, ইজিবাইক অটো রিকশা ভ্যান চালকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
র্যালি শেষে বকশীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আজাদ হোসেন লাভলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মিষ্টার রানার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার,চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক এমদাদ, চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাহীনা বেগম, চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ফড়িং,বাস মালিক সমিতির সভাপতি ও জামালপুর জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন,বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশেক আলী প্রমুখ।
এছাড়াও বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন বাহাদুর, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন কালু,সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাইদুর রহমান লাল, মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক রেদুয়ান,মাইক্রোবাস ও প্রাইভেটকার শ্রমিক ইউনিয়নের সভাপতি মুস্তাইন বিল্লাহ,সাধারন সম্পাদক হাসান আলীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।