মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বকশীগঞ্জ উপজেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা।
সংবাদ সম্মেলনে বকশীগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী শাহরিয়ার আহাম্মেদ সুমন বলেন,আপনারা সবাই জানেন গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এতে দেশবাসী ও বকশীগঞ্জবাসী আনন্দিত। এই বিজয় আমাদের ছাত্র জনতার, এই বিজয় সারা বাংলাদেশের মানুষের।আপনারা জানেন একটি প্রবাদ রয়েছে স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ইতিমধ্যে আপনারা জেনেছেন বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটতরাজ হয়েছে। আমি আপনাদের মাধ্যমে বকশীগঞ্জবাসীর কাছে উদাত্ত আহবান জানাই দয়া করে আপনারা কেউ ব্যক্তিগত আক্রোশে কারো ঘরবাড়ী,ব্যবসা প্রতিষ্ঠানে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটতরাজ করবেন না। দেশটা আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করা হলে এটা আমাদেরই ক্ষতি। এই বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকার আহবান জানান।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বকশীগঞ্জ উপজেলা শাখার সহ সমন্বয়কারী লাদেন আকন্দ, সহ সমন্বয়কারী আমির হোসেন, সহ সমন্বয়কারী সাকিব হাসান ও সহ সমন্বয়কারী খন্দকার রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।