মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বীজ বিক্রয় করার অভিযোগে ৫ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার ( ১ ডিসেম্বর)  পৌর এলাকার বিভিন্ন দোকানে এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও  সহকারী কমিশনার( ভূমি) আসমা-উল- হুসনা ৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কমকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বকশিগঞ্জ থানা পুলিশ। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, এসকল দোকানে নির্ধারিত দামের চেয়ে বীজের দাম বেশি নেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মেসার্স ত্রিনাথ চৌধুরীকে ১০ হাজার, ভাই ভাই বীজ ভান্ডারকে  ৫ হাজার,দেলু এন্টারপ্রাইজকে ৫ হাজার , মানতাশাহ এন্টারপ্রাইজকে ৫ হাজার ও সরকার বীজ ভান্ডার ৫ হাজার টাকা  করে সর্বমোট ৫ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের কার্যকম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!