জামালপুরের বকশীগঞ্জে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ -১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে ।
২৭ মার্চ বুধবার বকশীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ -১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ- বকশীগঞ্জ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুম্মান, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, মেরুর চর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, বাট্টজোড় ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান জুয়েল তালুকদার সহ অনেকে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে বকশীগঞ্জে ১ কেজি করে পাট বীজ ১১ শ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে ।