মতিন রহমান। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের বিরুদ্ধে যড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি হতে অপপ্রচার এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,পৌর বিএনপির সভাপতি ও জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আনিসুজ্জামান (গামা), উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুল হামিদ প্রমূখ। এসময় ও উপজেলা বিএনপি,পৌর বিএনপি,যুবদল,ছাত্রদলসহ ইউনিয়নের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিসুজ্জামান (গামা) তার বক্তব্য বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের এই কমিটির বিরুদ্ধে ও আমাদের নয়নের মনি দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের কর্নধার জননেতা এম রশিদুজ্জামান মিল্লাতের বিরুদ্ধে যড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া যাবে না তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স তার বক্তব্য বলেন, এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তার জনপ্রিয়তাই ঈর্ষানিত হয়ে তার অগ্রযাত্রাকে বাধাঁগ্রস্ত করার জন্য একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব মানুষের মনে যে জায়গা করে নিয়েছে এসব বিব্রতকর কথা বলে মানুষের মন থেকে একচুলও এদিক সেদিক করা যাবেনা।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের বলেন, আমাদের সকলকে ধৈর্য ধারন করতে হবে, মানুষের সেবাই কাজ করতে হবে তবেই আগামী নির্বাচনে মানুষ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে।