মতিন রহমানঃ-ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামালপুরের বকশীগঞ্জ ওলামা ঐক্য পরিষদ ও বিভিন্ন ইসলামী সংগঠন।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিলটি বকশীগঞ্জ এন.এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এসে শেষ হয়।মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে মওলানা হামিদুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,বকশীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী মোহাম্মদ আলী,খানবাড়ী জামে মসজিদের খতিব মুহিব হাসান, মওলানা আবদুল মজিদ, মওলানা আমিনুল ইসলাম,মওলানা শাহজালাল প্রমুখ।
এ বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সভা শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।