মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১০ সংশোধিত) প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলায় প্রকল্পভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকালে বাট্রাজোর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাট চাষিদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন বাট্রাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:মোখলেছুর রহমান জুয়েল তালুকদার। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা পাট অফিসার মোঃ কামরুজ্জামান, ট্যাগ অফিসার মোঃ আব্দুল জলিল ও ইউপি সদস্যরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাট্রাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার জানান, বাট্রাজোর ইউনিয়নে ৩০০ জন চাষীকে ১ কেজি করে পাট বীজ এবং প্রত্যেক চাষীকে ৬ কেজি ইউরিয়া সার, ৩ কেজি করে টিএসপি সার ও ৩ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়।