মতিন রহমান॥ জামালপুরের বকশীগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) সকাল ৯টায় উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের নূর আলী নামে জনৈক কৃষকের পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়িয়ে দেওয়া। ওই নারীকে হত্যা করে তার মরদেহ আগুন লাগিয়ে ফেলে রেখে গেছে বলে স্থানীয়দের ধারণা।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আইনগত প্রক্রিয়া চলমান। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিচয় জানার প্রক্রিয়াও চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!