মতিন রহমান।।জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে (১৬ ডিসেম্বর) শনিবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহরে থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বরে বিজয় মুক্তমঞ্চ ও কামালপুর রণাঙ্গন স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন,পৌরসভা,বকশীগঞ্জ থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, রাজনৈতিক-সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন শেষে পুলিশ, বেলুন ও পায়রা উড়িয়ে আনসার ও ভিডিপি, স্কাউট, গার্লস গাইড,স্কুল,মাদরাসা, কলেজ এবং কিন্ডার গার্টেন এর ছাত্র-ছাত্রীদের সমাবেশ,কুচকাওয়াজ প্রদর্শন, ডিসপ্লে ও সালাম গ্রহণ,শিশু ও মহিলাদের খেলাধুলা,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা,শহীদদের আত্মার মাগফেরাত এবং জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন,প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এ সময় সহকারি কমিশনার(ভূমি)আতাউর রাব্বী,ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার, বকশীগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ খাঁন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আজিজুল হক,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল,বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন,জেলা পরিষদ সদস্য শীলা সরোয়ার,ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান,মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা ইয়াসমিন স্মৃতিসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।