জামালপুরের বকশীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সাথে উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে,উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী,এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.শাহীন আল আমিন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু,সিনিয়র সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক,মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন,বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মতিন রহমান,সিনিয়র সাংবাদিক রাজ্জাক মাহমুদ,ভোরের কাগজ প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি,ভোরের ডাক প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী,দেশের কন্ঠ প্রতিনিধি ছালাম মাহমুদ,ভোরের চেতনা প্রতিনিধি মনিরুজ্জামান লিমন, উর্মি বাংলার বার্তা সম্পাদক উৎপল মহন্ত প্রমুখ। এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ,বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল লতিফ লায়ন,সিনিয়র সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর,সমকাল প্রতিনিধি মাসুদ উল হাসান,সিনিয়র সাংবাদিক মূসা আলীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় উপজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা,পরমর্শ ও মতবিনিময় করা হয়।