মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগরের ব্যাক্তিগত পক্ষ থেকে সনাতন ধর্মলম্বীদের মধ্যে উপহার হিসাবে শাড়ি,লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বিকালে বকশীগঞ্জ পৌরসভা কার্যালয়ে শাড়ি,লুঙ্গি বিতরণ করেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর। এ সময় বকশীগঞ্জ পৌর এলাকাসহ আশপাশের কয়েকটি গ্রামের তিনশ’ জন নারী-পুরুষকে শাড়ি, লুঙ্গি উপহার হিসেবে প্রদান করা হয়।
এ সময় বকশীগঞ্জ হিন্দু কল্যান পরিষদের সাবেক সাধারন সম্পাদক শ্রী অনুপ কুমার সেন,কাউন্সিলর শাহিনুর রহমান,অজয় সাহা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।