মতিন রহমান-জামালপুর বকশীগঞ্জের দশানী নদী থেকে মেহেদী হাসান (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। ২২ অক্টোবর রোববার দুপুরে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দশানী নদী থেকে তার লাশ উদ্ধার করে। মেহেদী পার্শবর্তী শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া কুচনিপাড়া গ্রামের শাহীন মিয়ার ছেলে।
জানা যায়, শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া কুচনিপাড়া গ্রামের শাহীন মিয়ার ছেলে মেহেদী হাসান(৭) নানা মজিবর রহমানের বাড়ীতে বেড়াতে আসে। ২১ অক্টোবর সকালে অন্যান্যদের সাথে নানা বাড়ীর পাশের দশানী নদীতে গোসল করতে যায়। এর পর থেকেই নিখোজঁ মেহেদী হাসান। ২২ অক্টোবর দুপুরে ফায়ার সার্ভিসের একটি টিম দশানী নদীতে তল্লাশী চালিয়ে ভাসমান অবস্থায় মেহেদীর লাশ উদ্ধার করে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক জানান,মেহেদী হাসান স্থানীয় কয়েকজন ছেলের সঙ্গে দশানী নদীতে গোসল করতে যায়।এক পর্যায়ে সে নদীতে নিখোঁজ হলে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়া হয়।ডুবুরী দলের লিডার ছানোয়ার হোসেনের নেতৃত্বে বিকাল ৩টা থেকে শনিবার রাত ৭ টা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করেও পায়নি।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, লাশ উদ্ধার হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।