মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুমসহ ইউপি মেম্বাররা শহিদ মিনারে জুতা নিয়ে ছবি তুলে শহিদ মিনারের অমর্যাদা ও অবমাননা করেছেন।
মঙ্গলবার (৪ জুন) জুতা পায়ে শহিদ মিনারের অমর্যাদা ও অবমাননার ছবিটি ফেসবুকে ভাইরাল হয়।এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শুরু হয় নিন্দা। ছবিতে দেখা যায়, চেয়ারম্যানসহ বগারচর ইউনিয়ন পরিষদের মেম্বাররা পায়ে জুতা পড়ে আছে।
আনন্দ টিভির সাংবাদিক মুমতাহেনা আশা তার ফেসবুকে পোষ্ট করে লিখেন, আহারে শহীদ মিনার-ফুলের বদলে পেয়েছ তুমি পায়ের স্যান্ডেল। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের এতোটুকু জ্ঞান বুদ্ধি আর শিক্ষা থাকা উচিত ছিল যে,একটা শহীদ মিনারে ওঠার আগে তার কি কি নিয়ম মানা উচিত
কমেন্টসের মাধ্যমে নিন্দা শুরু করে ফেসবুকাররা, Azizun Nahar Moyna লিখেন একেই বলে বাংগালী।বাংলা ভাষার মর্যদা দিতেই জানে না তারা আাবার বাংগালী কিসের,Nazim Uddin লিখেন পায়ের সেন্ডেল নিয়ে শহীদ মিনারের যেয়ে আপনারা কাজটা ঠিক করেননি,Mustain Billa Shakil লিখেন খালি নেতা হইলেই হবে না সার্বিক দিকে জ্ঞান থাকা টা দরকার আর সেই ব্যক্তি আসল নেতা।এছাড়াও নিন্দা জানিয়ে আরও অনেকে কমেন্টস করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বগারচরের ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামানিক মাসুম বলেন,ছবিটি কোন জাতীয় অনুষ্ঠানে তোলা হয় নাই, আমরা একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম অসাবধানতাবশত ছবিটি তোলা হয়েছে । আমার ভুল হয়েছে,আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত ছিলো।