মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার সকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে একজন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসমা লাবনী, জুনিয়র কনসালটেন্ট (ডেন্টিস্ট) ডাঃ নুজহাত আফরিন,পরিসংখ্যানবিদ আব্বাস আলী, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তফা কামাল টিটন, উপজেলা ইপিআই কর্মকর্তা রমজান আলীসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সারা দেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলার ১৬৯ টি কেন্দ্রে ৬ মাস হতে ১১মাস বয়সী ৩২ হাজার শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।শনিবার (১ জুন) সকাল ৮টা হতে একটানা বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।