মতিন রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোর ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ হামিদুর রহমানকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) জামালপুর জেলার জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওঃ মোঃ গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে জানানো হয়, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন ওলামা দলের সভাপতি ও উপজেলা ওলামা দলের সদস্য মাওঃ হামিদুর রহমানের বিরুদ্ধে বিগত আওয়ামী সরকারের সময়ে দলের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে যোগ সাজেশে এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থেকে দলের ভাবমূর্তি নষ্ট করেছেন এবং তিনি নাশকতার মামলায় আসামী হয়ে জেল হাজতবাস করেছেন। অভিযোগের সত্যতা প্রমাণের জন্য তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বাট্টাজোড় ইউনিয়ন ওলামা দলের সভাপতি এবং বকশীগঞ্জ উপজেলা ওলামা দলের সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হইলো। তিনি ওলামা দলের কোন প্রকার সাংগঠনিক কর্মকান্ডে জড়িত থাকতে পারবেন না।
বকশীগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ রুহুল আমিন বলেন, মাওঃ হামিদুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ যুক্তিযুক্ত নয়, তদন্ত কমিটির প্রতিবেদন ও সঠিক নয়।
জামালপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওঃ মোঃ গোলাম রাব্বানী বলেন,ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নির্দেশে তাকে বহিস্কার করা হয়েছে। তিনি আরও বলেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তা তদন্তে প্রমানিত হয়েছে সে জন্যই তাকে বহিস্কার করা হয়েছে।