মতিন রহমান| জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার আলীরপাড়ায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে এসকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের অধ্যক্ষ নুরজাহান বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী ক্লাস নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর,সমাজসেবক ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ গাজী মোঃ আমানুজ্জামান,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তরুণ শিল্পপতি ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ গাজী মোঃ মাইদুল হক। এসময় কলেজের শিক্ষকমণ্ডলী,কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ শেষে স্থানীয় ও কলেজের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।