মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বি.এন.পি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচার ও সুনাম ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় মধ্যে বাজার পুরাতন ইসলামী ব্যাংক ভবনে উপজেলা ও পৌর বিএনপি’র ত্যাগী ও পদ বঞ্চিত নেতাকর্মীর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার, সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাবেক যুগ্ন আহবায়ক নুরল ইসলাম বাদশা ও সাবেক সহ সভাপকি রকিবুল হাসান বাবুল।
আব্দুর রউফ তালুকদার বলেন, একটি মহল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন উপজেলা ও পৌর বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিএনপি’র ত্যাগী ও পদ বঞ্চিত নেতাকর্মী নিয়ে নতুন কমিটির দাবি জানান।
উল্লেখ্য, বুধবার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার দলের কেউ নয়। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড ও দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করায় তাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। এ তথ্য জানিয়ে প্রেস বিফিং করেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।