মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান ও বিশেষ অভিযানে ৯ জনকে আটক করেছে থানা পুলিশ। এর মধ্যে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা ৫ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য ধারার মামলায় ১ জন ও পরোয়ানা ভুক্ত আসামী ১ জনকে আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে
তাঁদের আটক করা হয়।
নাশকতা মামলায় আটককৃতরা হলেন, নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, সাধুরপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুল্লাহ, পৌর এলাকার মালিরচর তকিরপাড়া গ্রামের রহিম বক্সের ছেলে বিল্লাল হোসেন, মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর গ্রামের ফজল সরকারের ছেলে শাহ আলম ফর্সা, ধানুয়া কামালপুর ইউনিয়নের বালু গ্রামের ফসি উল্লাহর ছেলে ইব্রাহিম খলিল।
মাদক মামলার আটককৃতরা হলেন, উপজেলার বাট্রাজোর ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামের ফারুক পারুলের ছেলে আল আমিন (৩০) ও পানাতিয়াপাড়া মৃত আনছার আলীর ছেলে নওশেদ আলী (৫৪)।
এজাহার নামীয় আসামী মেরুরচর উওরপাড়া গ্রামের ভুলুর ছেলে ইউনুছ (৩০) ও পরোয়ানা ভুক্ত আসামী বকশীগঞ্জ পশ্চিমপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে সুজন মিয়া (৩৮)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, অপারেশন ডেভিল হান্ট ও বিশেষ অভিযান পরিচালনা করে ৯ জনকে আটক করে শুক্রবার দুপুরে জামালপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে৷