মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বজলুল করিম তালুকদারকে কলেজ থেকে অপসারন ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন খাতেমুন মঈন মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা ।
বুধবার (২১ আগষ্ট) সকাল সাড়ে নয়টায় দিকে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন শিক্ষাথীরা।
এসময় শিক্ষার্থীরা জানান,খাতেমুন মঈন মহিলা ডিগ্রী কলেজের বকশীগঞ্জে অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ বজলুল করিম তালুকদারকে অপসারন করতে দীর্ঘদিন থেকে একটি কুচক্রী মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে ও হুমকি দিচ্ছে এমতাবস্থায় প্রশাসনের কাছে আমাদের অধ্যক্ষকের জন্য নিরাপত্তা দাবি ও কুচক্রী মহলের বিচারের দাবী করছি।
অধ্যক্ষ বজলুল করিম তালুকদার বলেন,কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করার পর অদ্যবধি কলেজটি দুর্নীতিমুক্ত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছি। কিন্তু কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ও মহল নিতান্ত ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে এবং অনিয়ম ও দুর্নীতির সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে একের পর এক অপবাদে আমাকে অভিযুক্ত করে আমার কর্তব্য পালনে বাধা প্রদানের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতায় গত ১৯ আগষ্ট সকাল ১১টার দিকে সন্ত্রাসীরা কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে মাইরা ফালামু’ বলে আমাকে হুমকি দেয়। সে থেকে আমি আমার জীবনের চরম নিরাপত্তাহীনতা বোধ করছি এবং বড় বেশি অসহায়ত্ব নিয়ে প্রতিটি মুহূর্ত অতিক্রম করছি।
এ ঘটনায় গত ১৯ আগষ্ট অধ্যক্ষ বজলুল করিম তালুকদার বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।