জামালপুরের বকশীগঞ্জে কামালেরবার্ত্তী তদন্ত কেন্দ্রে বার্ষিক পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী।
(২৮ আগষ্ট) সোমবার দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন পুলিশের এই কর্মকর্তা। এসময় তিনি সকল নথি-পত্র পর্যালোচনা করেন, স্টোররুম, ফোর্সেস ব্যারাক ও মেস পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে সাক্ষর করেন।
এর আগে তিনি তদন্ত কেন্দ্র চত্বরে পৌঁছালে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা ও তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।পরে তদন্ত কেন্দ্রে ইনচার্জ খায়রুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের সুসজ্জিত একটি দল গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।