মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটেরিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন অব বকশীগঞ্জ (ডুসাব) এর উদ্যোগে শিক্ষার্থীদের নবীন বরণ এবং কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ ছাত্র কল্যাণ সমিতি ঢাকার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী আগা শাহিদ মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএভিপি-সিটি ব্রোকারেজ লিমিটেডের কর্পোরেট প্রধান এবং বকশীগঞ্জ ছাত্র কল্যাণ সমিতি ঢাকার সাবেক সভাপতি সাইফুল ইসলাম মাসুম, বকশীগঞ্জের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডুসাব) ছাত্র সংসদের সাবেক সভাপতি ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান মাসুম,ছাত্রনেতা শাহজাহান শাওন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামালপুর ছাত্র কল্যাণ সংসদের সভাপতি তারেক রহমান এলিট, সাধারন সম্পাদক মিরাজ ইসলাম সিফাত, বকশীগঞ্জের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নবনির্বাচিত সভাপতি তাজবীর রায়হান ও সাধারন সম্পাদক হাসিবুল হাসান শান্ত।

নবীন বরণ ও কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নবীনদের মধ্যে সাদিয়া স্নিগ্ধা,ফারজানা লিসা,নুসরাত জাহান নিশি,মায়েশা বিনতি মুস্তায়েন,নাজমুস সাকিব ও এসএম রিয়ানকে সংগঠনের পক্ষ থেকে ফুুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বকশীগঞ্জের ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ডুসাব) ছাত্র সংসদের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!