মতিন রহমান। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সোমবার ( ৭ এপ্রিল) তিনটার পর থেকে শহরের খয়ের উদ্দিন ফজিল মাদ্রাসা মাঠে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এরপর বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসষ্ট্যান্ড বটতলা চত্বরে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, পৌর জামাত ইসলামের আমীর আঃ মতিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন, উপজেলা জামায়াত ইসলামের যুব বিভাগের সেক্রেটারী কারিমুল ইসলাম, হেফাজত ইসলামী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রশিদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারন সম্পাদক সাদ আহাম্মেদ রাজু, জেলা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি শাহরিয়ার সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন প্রমুখ।
সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি তাওহিদী জনতা প্রস্তুত রয়েছে । আমরা ফিলিস্তিন যেতে চাই, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন। এছাড়া সমাবেশ থেকে বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কটের আহবান জানান।