
ঢাকা, ২২ আগস্ট ২০২৫ (ঊর্মি বাংলা):
প্রাকৃতিক পরিবেশ, প্রাণ ও মানুষকে কেন্দ্র করে গঠিত হতে যাওয়া নতুন সামাজিক প্ল্যাটফর্ম “প্রাকৃত সমাজ”-এর সম্মিলন অনুষ্ঠিত হলো শুক্রবার (৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ) রাজধানীর শাহবাগের পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে।
বিকেল ৩টায় শুরু হওয়া এই সম্মেলনে পরিবেশবান্ধব কৃষক, চিকিৎসক, স্থপতি, উদ্যোক্তা, শিল্পী, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যারা বর্তমান ধ্বংসাত্মক উন্নয়ন দর্শনের বাইরে গিয়ে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের নতুন চিন্তা ও চর্চা নিয়ে একত্রিত হয়েছেন।
সম্মেলনে বক্তারা বলেন,
“পৃথিবীর মাটি, পানি ও বাতাসকে দূষিত করে মানুষ বেশিদিন টিকতে পারবে না। মানুষকে এখনই থামতে হবে এবং বিকল্প এক মানবিক ও প্রাকৃতিক সমাজ নির্মাণের পথে হাঁটতে হবে।”
সম্মেলনে “প্রাকৃত সমাজ” গঠনের তিনটি মূলনীতি ঘোষিত হয়:
১. সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেণি ও জাতির মানুষ এবং সকল প্রাণকে ভালোবাসা
২. বিষমুক্ত খাবার গ্রহণ ও চাষাবাদ
৩. প্রাকৃত দর্শনের চর্চা ও প্রচার
বক্তারা জানান, প্রাকৃতিক খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার ভিত্তিতে একটি নতুন প্রাকৃতিক জীবনযাপন গড়ে তোলাই এই সমাজের মূল উদ্দেশ্য। যারা একা একা এই জীবনচর্চায় এগোতে পারছেন না, তাদের জন্য একটি সম্মিলিত সহযাত্রার পরিসর করে দিতেই “প্রাকৃত সমাজ”-এর যাত্রা।
অনুষ্ঠানে আরও জানানো হয়, এই সমাজের সদস্যরা নিজেদের “প্রাকৃত সমাজকর্মী” হিসেবে পরিচয় দেবেন, এবং তারা একে অপরের সঙ্গে সংযোগ রেখে কাজ করবেন, যাতে একটি সুস্থ, মানবিক ও প্রকৃতিসম্মত সমাজ কাঠামো গড়ে তোলা সম্ভব হয়।
অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারী আগামী দিনের কর্মকৌশল ও স্থানীয় পর্যায়ে প্রাকৃত সমাজের শাখা গঠনের বিষয়ে মতবিনিময় করেন।
যোগাযোগ: ০১৯৩২৮৭০৩৪০
