নীলাঞ্জনা তোমার জন্মদিন-মমিনুল ইসলাম

নীলাঞ্জনা তোমার জন্মদিন 

কলমেঃ মমিনুল ইসলাম

তোমার জন্য আরো একটি-
নতুন দিগন্তের সাক্ষী হতে চলছে,
চারদিকে নীল আঁকাশে-
মেঘগুলোও ছুঁটে চলছে।
শরৎতের কাশফুলগুলোও-
মৃদু হাওয়ায় দুলছে।
বিলে-ঝিলে সদ্য ফুঁটা পদ্মা-
শাপলা শালুক হয়েছে রঙিন,
আজকে,
নীলাঞ্জনা তোমার জন্মদিন।।

আজকের এইদিনে তুমি-
এসেছিলে বলে,
আমার এখনো ভালো-
দিনকাল চলে।
তোমার মাঝে লুকিয়ে থাকা-
সুন্দর মন,বুদ্ধিমতা,মনুষ্যত্ব জেনেছি
তাই তো তোমার মতো একজন-
ভালো বন্ধু পেয়েছি।
প্রকৃতির পরিবেশেও যেন-
হাওয়ার গুঞ্জনে শুনি,
তোমার জন্মদিনের শুভেচ্ছায়-
মুখরিত শ্রুতি মধুর ধ্বনি।!

আমি সত্যি কি অবাক!
আসলে এই দিনে তোমায় পেয়ে-
তোমার মা-বাবা ভাগ্যবান?
নাকি,তুমি ভাগ্যবান বলেই-
তাদের সংসার আলোকিত করে
এই সুন্দর ধরনীতে এসেছো?
তোমার পরিবারও কি ভাগ্যবান
তোমার মতো নম্র,ভদ্র,সুন্দর
কিউট একটা রাজকন্যা পেয়েছে।
কামনা তোমায়,যেভাবে আছো,
এভাবেই হাসি-খুশি থেকে প্রতিদিন,
নীলাঞ্জনা তোমার জন্মদিন।।

আমি এক অধম মানুষ,
নেই তো কিছু আমার,
তাই তো আমি জন্মদিনে লিখে-
দিলাম কবিতা উপহার।
সপ্নগুলো সত্যি হোক
সফলতার জয় হোক,
শুভ কাজে দাওয়াত দিও,
জন্মদিনের শুভেচ্ছা নিও।
রচনাকালঃ ২৪/ আগস্ট/ ২০২২ খিঃ

জন্মদিন
  • Related Posts

    শোক হোক নতুন প্রজন্মের শক্তি -জি.বি.এম রুবেল আহম্মেদ।

    “আগষ্ট তুমি ভয়াবহ কলঙ্ক আর অপমান, তোমার মাঝেই হারিয়েছি বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী প্রাণ।ভোর রাতে ঘাতক দল ঢুকে জনকের বাসায়, হত্যা করে সপরিবার কাউকে দেয়নি রেহায়”  ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। অশ্রুভেজা,…

    Read more

    Continue reading
    সন্ন্যাসীঃ রকিব লিখন

    তোমাকে না দেখার কষ্টে হয়ে গেছি এক বিষণ্ণ পাহাড় নীরব দহনের সাথে আত্মীয়তা করে আমি অঙ্গার কতটুকু বিষে একটি মানুষ মরে মরে হয় পিরামিড তুমিতো ভুলে থাকতে পারো; তুমি অসম্ভব…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent

    বকশীগঞ্জের ব্রাইট স্কুল বন্ধের নির্দেশ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন

    বকশীগঞ্জের ব্রাইট স্কুল বন্ধের নির্দেশ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন

    প্রাকৃতিক জীবন চর্চায় নতুন প্রত্যয়: অনুষ্ঠিত হলো ‘প্রাকৃত সমাজ’-এর সম্মিলন

    প্রাকৃতিক জীবন চর্চায় নতুন প্রত্যয়: অনুষ্ঠিত হলো ‘প্রাকৃত সমাজ’-এর সম্মিলন

    বকশীগঞ্জে অটোভ্যান-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত- ১

    বকশীগঞ্জে অটোভ্যান-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত- ১

    শিশুহত্যা নয়, এটি আমাদের সামষ্টিক ব্যর্থতা: মাইলস্টোন ট্র্যাজেডির দায় কার ?

    শিশুহত্যা নয়, এটি আমাদের সামষ্টিক ব্যর্থতা: মাইলস্টোন ট্র্যাজেডির দায় কার ?

    পাল্টে যাওয়া উপলব্ধির আলোয়-পল্লীবন্ধুকে একবার নতুনভাবে দেখা

    পাল্টে যাওয়া উপলব্ধির আলোয়-পল্লীবন্ধুকে একবার নতুনভাবে দেখা

    আহত ছাত্র ইমরানের পরিবারের পাশে যুবদল নেতা মোখলেছ

    আহত ছাত্র ইমরানের পরিবারের পাশে যুবদল নেতা মোখলেছ
    error: Content is protected !!