নীলাঞ্জনা তোমার জন্মদিন 

কলমেঃ মমিনুল ইসলাম

তোমার জন্য আরো একটি-
নতুন দিগন্তের সাক্ষী হতে চলছে,
চারদিকে নীল আঁকাশে-
মেঘগুলোও ছুঁটে চলছে।
শরৎতের কাশফুলগুলোও-
মৃদু হাওয়ায় দুলছে।
বিলে-ঝিলে সদ্য ফুঁটা পদ্মা-
শাপলা শালুক হয়েছে রঙিন,
আজকে,
নীলাঞ্জনা তোমার জন্মদিন।।

আজকের এইদিনে তুমি-
এসেছিলে বলে,
আমার এখনো ভালো-
দিনকাল চলে।
তোমার মাঝে লুকিয়ে থাকা-
সুন্দর মন,বুদ্ধিমতা,মনুষ্যত্ব জেনেছি
তাই তো তোমার মতো একজন-
ভালো বন্ধু পেয়েছি।
প্রকৃতির পরিবেশেও যেন-
হাওয়ার গুঞ্জনে শুনি,
তোমার জন্মদিনের শুভেচ্ছায়-
মুখরিত শ্রুতি মধুর ধ্বনি।!

আমি সত্যি কি অবাক!
আসলে এই দিনে তোমায় পেয়ে-
তোমার মা-বাবা ভাগ্যবান?
নাকি,তুমি ভাগ্যবান বলেই-
তাদের সংসার আলোকিত করে
এই সুন্দর ধরনীতে এসেছো?
তোমার পরিবারও কি ভাগ্যবান
তোমার মতো নম্র,ভদ্র,সুন্দর
কিউট একটা রাজকন্যা পেয়েছে।
কামনা তোমায়,যেভাবে আছো,
এভাবেই হাসি-খুশি থেকে প্রতিদিন,
নীলাঞ্জনা তোমার জন্মদিন।।

আমি এক অধম মানুষ,
নেই তো কিছু আমার,
তাই তো আমি জন্মদিনে লিখে-
দিলাম কবিতা উপহার।
সপ্নগুলো সত্যি হোক
সফলতার জয় হোক,
শুভ কাজে দাওয়াত দিও,
জন্মদিনের শুভেচ্ছা নিও।
রচনাকালঃ ২৪/ আগস্ট/ ২০২২ খিঃ

জন্মদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!