মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর বলেছেন আমি আবারও মেয়র নির্বাচিত হলে পৌরসভার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের বেতনের ব্যাবস্থা করবো ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার রাতে পৌরসভার পাখিমারা এলাকায় নির্বাচনী আলোচনা সভায় তিনি এই ঘোষনা দেন।
বর্তমান মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর বলেন,পৌরসভার সকল গুরুত্বপূর্ণ রাস্তা পাকা করা হয়েছে,পৌরসভার আনাচেকানাচে যে সকল কাচা সড়ক এখনো আছে সেগুলোকেও অতি শীঘ্রই পাকা করা হবে। সড়ক বাতি (সোলার) ইতোমধ্যে অনেক রাস্তায় স্থাপন করা হয়েছে,বকশীগঞ্জ পৌরসভাকে “খ” শ্রেণীতে উন্নীত করার ৯৯% কাজ সম্পন্ন হয়ে আছে। জলাবদ্ধতা নিরসনে পৌর শহরের ড্রেনের কাজ প্রায় শেষের পথে। চুরি ডাকাতি ও বিভিন্ন অপকর্ম রোধে বকশীগঞ্জ পৌর এলকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে, ইতোমধ্যে যার সুফল পেয়েছেন পৌরবাসী। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালবাসা ও ভোটে আমি আবার মেয়র নির্বাচিত হলে,পৌরসভার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের বেতনের ব্যাবস্থা করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে কয়েকটি ওয়ার্ডে গনকবরস্থান করা হয়েছে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে একটি করে গণকবরস্থান করবো। আপনারা জানেন গত ৫ বছরে আমি নিরলসভাবে কাজ করেছি। তবুও বন্যা ও করোনা মহামারীর কারণে কাঙ্খিত উন্নয়ন করতে পারিনি। আমার ইচ্ছা শিশু কিশোরদের চিত্ত-বিনোদনের জন্য একটি পৌরপার্ক,খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম, পৌর সুপার মার্কেট, ফুটপাতের ব্যবসায়ীদের জন্য আলাদাভাবে হকার্স মার্কেট, স্বতন্ত্র আধুনিক পৌরভবন, অত্যাধুনিক পৌর কমিনিউটি সেন্টার, নিত্যপণ্য ও বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে পৌরসভার নিজ উদ্যোগে বাজার মনিটরিং,বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত পৌর শহর, শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করণ, টিসিবি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভকালীন মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, সকল নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে একটি সুখী সমৃদ্ধি আধুনিক সুন্দর মডেল প্রথম শ্রেণীর বকশীগঞ্জ পৌরসভা গড়ে তোলবো ইনশাল্লাহ।
আগামী ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রথমবারের মত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।