
জামালপুর হারালো সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র।
জামালপুরের বিশিষ্ট নাট্যজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক ফজলুল করিম ভানু আজ ভোরে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জামালপুরের সংস্কৃতি অঙ্গনের এক অনন্য নাম ছিলেন তিনি। কিশোলয় স্কুলের একজন প্রিয় শিক্ষক থেকে শুরু করে নাট্য প্রশিক্ষক, নাট্য পরিচালক, সংগীত শিল্পী, উপস্থাপক, এবং সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে অবদান রেখেছেন তিনি।
তিনি ছিলেন “নাট্যনীড়” পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সম্মানিত সভাপতি। এছাড়া উদীচী জামালপুর শাখার সাবেক সভাপতি এবং জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার সুস্পষ্ট উচ্চারণ, নিখুঁত অভিনয় এবং সাংগঠনিক দক্ষতা তাকে সাংস্কৃতিক অঙ্গনের এক প্রিয় মুখে পরিণত করেছিল। সমাজে একজন ভালো ও সৎ মানুষের প্রতিচ্ছবি ছিলেন তিনি।
তার মৃত্যুতে জামালপুরবাসীসহ সাংস্কৃতিক অঙ্গনের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।
জানাজার সময়সূচি:
শেষ শ্রদ্ধা: দুপুর ৩টা, জামালপুর শহরের দয়াময়ী মোড় শহীদ মিনার চত্বরে
জানাজার নামাজ: আজ বাদ আসর, জামালপুর নতুন হাইস্কুল মাঠে
সবার প্রতি অনুরোধ, এই প্রিয় মানুষটির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন এবং জানাজায় অংশগ্রহণ করবেন।
ভানু স্যারের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
পরকাল হোক তার জন্য শান্তিময়।