মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে ডোবার পানি থেকে এক নারীর (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, ওই নারী হয়ত মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্যে ধাতুয়াকান্দায় ডোবার পানিতে মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়,মানসিক ভারসাম্যহীন নারীটিকে মাঝে মধ্যে এলাকায় দেখা যেতো, এলাকার মানুষ সাহায্য সহযোগিতা করতো।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহাম্মেদ জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত নারীটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা করছি। মরদেহ জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।