জামালপুরের সদর উপজলায় ২৩ কেজি গাঁজাসহ একই পরিবারের তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার শিলকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরেই তারা জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টার দিকে তাদের বসতবাড়ীতে অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্ট সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার শিলকুড়িয়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে লেবু মিয়া (৪৬) ও মো. রিপন মিয়া ওরফে দুখু (৪০) এবং রিপন মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top
error: Content is protected !!