আরাফাত শিশির :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরের লক্ষীরচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি (রবিবার) বিকালে জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে ৭নং ওয়ার্ডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর-৫ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ইসমাইল হোসেন হোসেন সেলিম, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদসহ মহিলা দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন জামালপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থী শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।



