আরাফাত শিশির :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরের দিকপাইতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বার বিকালে জামালপুর সদর উপজেলার দিকপাইত ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে ৭নং ওয়ার্ডের পূর্বপাড় দিঘলী গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর-৫ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের সহধর্মিণী মাসুমা আরমিন মিতু।
এ সময় সদর উপজেলা বিএনপি, মহিলা দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

জামালপুর-৫ আসনের ধানের শীষের এমপি প্রার্থী এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের সহধর্মিণী মাসুমা আরমিন মিতু বক্তব্য রাখছেন।
ছবি – জামালপুর দিনকাল

দোয়া মাহফিলে উপস্থিত মহিলারা।



