
মাদারগঞ্জ (জামালপুর), ১১ জুলাই:
ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত মাদারগঞ্জের মোহাম্মদ ইমরানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ।
গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হন মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের যুবক মোহাম্মদ ইমরান। তাকে বাঁচাতে গিয়ে বাবা বিল্লাল হোসেন বিক্রি করে দিয়েছেন পরিবারের একমাত্র আয়ের উৎস অটোরিকশাটি। চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবারটি।
এমন পরিস্থিতি গণমাধ্যমে উঠে এলে তা নজরে আসে মোখলেছুর রহমান মোখলেছের। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে তিনি আহত ইমরানের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং এক মাসের খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
ইমরানের মা জানান, ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে ধারদেনা করতে হচ্ছে। এই অবস্থায় মোখলেছের সহায়তা কিছুটা স্বস্তি দিয়েছে।
এ বিষয়ে মোখলেছুর রহমান মোখলেছ বলেন, “সংবাদটি পড়ার পর থেকেই মনে হয়েছে কিছু একটা করা দরকার। তাই সামর্থ্য অনুযায়ী সহায়তা করেছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা করবো।”
সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সদস্য খোকন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সামিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মিল্লাত সরকার, মাদারগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আকাশ, বালিজুড়ী ইউনিয়ন যুবদলের নেতা আব্দুল রাজ্জাক, আল আমিন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন চৌধুরী এবং ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক, মশিউর রহমান প্রমুখ।