অসময়ে বন্যা
ধান নিয়ে বিপাকে পড়েছে রৌমারি বিলের শত শত কৃষক।
২০২০ সালে বর্ষা মৌসুমে বৃষ্টি তুলনামূলক কম।বিল-বাঁওড়ে যে পরিমাণ পানি থাকার কথা ছিল তাও নাই। এর পরও দেশের উত্তরাঞ্চলে হঠাৎ বন্যা শুরু হয়েছে মূলত উজানের ঢলের কারণে।
এরই মধ্যে জামালপুর অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। রৌমারী বিলের শতশত কৃষষক বিপাকে পড়েছে।
শনিবার ,১৬ জ্যৈষ্ঠ ,১৪২৭
ছবিঃ হিল্লোল সরকার